দেশের প্রান্তিক জনগোষ্ঠি চোখের সেবা পাবে-প্রধানমন্ত্রী

দেশে মানুষের চক্ষু চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার নিয়েছে অনন্য এক উদ্যোগ। অন্ধ মানুষকে সেবার মাধ্যমে দেশের উন্নয়নের যাত্রা আরো বৃদ্ধি পাবে।

ব্যয়বহুল চোখের চিকিৎসা সেবা দেশের ২০ টি জেলার প্রায় ৫ কোটি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য করতে উদ্যোগ নেয় সরকারের ন্যাশনাল আই কেয়ার কার্যক্রম। দেশে ৭০ উপজেলার ৫ কোটি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজলভ্য করতে এই কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ৭০টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় শৃঙ্খলা মেনে টিকা নেয়ার আহ্বান জানান তিনি। ধাপে ধাপে চোখের চিকিৎসা দেশজুড়ে ছড়িয়ে দেয়ার পাশাপাশি এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে প্রযুক্তিকেও।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে প্রতিবছর চোখে ছানিজনিত সমস্যায় আক্রান্ত হন প্রায় আড়াইলাখ মানুষ। আর এই সমস্যা সমাধানের সরকারের ন্যাশনাল আই কেয়ার কার্যক্রমের মাধ্যমে ২০১৫ থেকে এখন পর্যন্ত বিনামূল্যে প্রায় আড়াই লাখ মানুষের চোখের ছানি অপসারণ করা হয়েছে।

অনুষ্ঠানে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, ন্যাশনাল আই কেয়ারের পরিচালক প্রফেসর ডা. গোলাম মোস্তাফা, স্বাস্থ্য বিভাগের সচিব আবদুল মান্নান।

স্বাস্থ্য
Comments (0)
Add Comment