দেশে সাড়ে ৩ লাখ মেট্রিকটন চাল আমদানির অনুমোদন

করোনা পরিস্থিতির পর দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে তিন দেশ থেকে জিটুজি পদ্ধতিতে সাড়ে ৩ লাখ মেট্রিকটন সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার।

ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে তিন লাখ ৫০ হাজার মেট্রিকটন সিদ্ধ ও আতপ চাল আমদানির নীতিগত অনুমোদন নীতিগত দিয়েছে সরকার।

বুধবার (১০ মার্চ) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে চাল আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন সোর্স থেকে চাল আনার চেষ্টা করছি।

অর্থমন্ত্রণালয়আমদানি
Comments (0)
Add Comment