শুক্রবার (১২ মার্চ) চট্টগ্রামের র্যাব-৭ অভিযান চালিয়ে সীতাকুণ্ডের বারইয়াঢালা থেকে সন্ত্রাসীদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- সীতাকুণ্ডের টেরিয়াল এলাকার মো. শাহ আলমের ছেলে মো. ইসমাঈল (৩৩) ও একই এলাকার আবুল কালামের ছেলে মো. সাইদুল ইসলাম (২৪)।
চট্টগ্রামের র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতার দুই আসামি এবং উদ্ধার করা আলামত চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।