চট্টগ্রামের খাতুনগঞ্জে সবধরণের ভোগ্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে। দামও আছে ক্রেতাদের নাগালের মধ্যে। অস্থির শুধু তেল ও চিনির বাজার। বাড়তি মজুদ আছে খেজুর, ছোলাসহ ডালজাতীয় পণ্যের। যদিও রমজানে সবধরণের পণ্যের দাম সাধ্যের মধ্য রাখতে শক্ত মনিটরিং চান সংশ্লিষ্টরা।
সারা বছরের তুলনায় রমজান এলেই বাজারে অসাধু ব্যবসায়ীদের কারণে রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে হয় দ্বিগুণ।
এবার রমজানকে সামনে রেখে চট্টগ্রামের খাতুনগঞ্জে প্রায় সব পণ্যের সরবরাহ আছে পর্যাপ্ত। বেশ কয়েকমাস ধরে ভোজ্যতেলএর দাম বেড়েছে অধিক হারে। বাড়ছে চিনির দামও।
বাজারে এখনো পর্যন্ত ছোলা, খেসারি ও ডালের দাম রয়েছে ক্রেতাদের নাগালের মধ্যে। গতবছরের তুলনায় প্রতি কেজিতে দশটাকা হারে কম আছে এসব পণ্যের দাম।
এখনো বাজারে বিভিন্ন ভোগ্যপণ্যের দাম ক্রয় সীমার মধ্যে থাকলেও, রমজান ঘনিয়ে আসার সাথে সাথে তা বাড়তে থাকে। ব্যবসায়ীরা বলছে, রমজান কাছে আসতেই যেন ভোগ্যপণ্যের দাম লাগামহীন হয়ে না যায় সেজন্য নিয়মিত মনিটরিং প্রয়োজন।