ঘরের মাঠে টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছিল। আগামী এপ্রিলে শ্রীলঙ্কার মাঠে রাজকীয় ফরম্যাটে আবারও খেলবে বাংলাদেশ।
সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আর শিখতে চাই না। ২০ ধরে আমরা শিখছি, এখন যদি আরও দশ বছর ধরে শিখতে চাই তাহলে আমাদের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। পুরো শেখার প্রক্রিয়াটাই মূল্যহীন হবে যদি ম্যাচ না জিতি।
মুমিনুলের ভাষায়, দীর্ঘসময় ধরে কোনও ম্যাচ না হওয়া প্রস্তুতিও নিতে পারিনি। আমাদের মধ্যে কয়েকজন নিজেরাই ম্যাচ খেলেছিল তবে বাকিরা করোনাভাইরাসের কারণে মাঠে নামতে পারিনি।
মুমিনুল বলেন, আমাদের দ্রুত শিখতে হবে এবং সেটা প্রয়োগ করতে হবে। এটাই এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ না হলে আমরা র্যাংকিংয়ে উপরে উঠতে পারব না। এই অভিজ্ঞতা ও শেখার কোনো দাম নেই। আমাদের টেস্ট ক্রিকেটে শেখার চেয়ে বেশি জিততে হবে।