চালের বাজার স্থিতিশীল রাখতে গত ২৭ ডিসেম্বর আমদানি শুল্ক কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করে সরকার। এর আগে চালের আমদানি শুল্ক ছিল ৬২ দশমিক ৫০ শতাংশ। । এদিকে আবারও ১০ লাখ ১৭ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বেসরকারিভাবে মোট ১০ লাখ ১৭ হাজার ৫০০ টন চাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে গত ৩ জানুয়ারি ১০ বেসরকারি প্রতিষ্ঠানকে এক লাখ পাঁচ হাজার টন চাল আমদানির অনুমতি দেয় সরকার। পরের দিন ৪ জানুয়ারি আরও ১৯ বেসরকারি প্রতিষ্ঠানকে দুই লাখ ২৫ হাজার টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়।
আগের তুলনায় আমদানি শুল্ক কমানোর ঘোষণার পর চালের দাম কিছুটা কমে। পরবর্তীতে তা আবারও বাড়তির দিকে। নতুন করে কেজিতে চালের দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা। বাজার ঘুরে দেখা গেছে, চিকন চাল কেজিপ্রতি ৬৫-৬৭ টাকা এবং মোটা চাল ৪৮-৫৬ টাকায় বিক্রি হচ্ছে।
গত বছরের এ সময়ে যে চাল ৫০ টাকা কেজিতে পাওয়া যেত, সে চালের দাম এখন ৬০ টাকা। অর্থাৎ বছর ব্যবধানে ১০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে চাল। টিসিবির তথ্যানুযায়ী, গত এক বছরে চিকন চালের দাম ১৩ শতাংশ এবং মোটা চালের দাম বেড়েছে ৩৭ শতাংশ। মাঝারি চালের দাম বেড়েছে ১৭ শতাংশ।