আগামী ১৫ মার্চ, সোমবার, সকাল ১০টায় উপাচার্য দপ্তর সংলগ্ন মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার প্রধান অতিথি, সদ্য নিযুক্ত চবি বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. মুনতাসীর মামুন প্রধান আলোচক থাকবেন।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটির মহাসচিব লেখক-সাংবাদিক শওকত বাঙালির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি থাকবেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এসএম রাশেদুল আলম, জেলা নির্মূল কমিটির সভাপতি প্রকৌশলী দেলোয়ার মজুমদার, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে আন্তর্জাতিক কমিটি, কাতার-এর সদস্য আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহাম্মদ জিয়াউদ্দিন জিয়া।
অনুষ্ঠানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ-সভাপতি, বরেণ্য ইতিহাসবেত্তা প্রফেসর ড. মুনতাসীর মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার’এ যোগদান করায় সম্মাননা ক্রেস্ট প্রদান করবে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রাম জেলা নেতৃবৃন্দ।