শনিবার (১৩ মার্চ) মুক্তি পেয়েছে সালমানের নতুন ছবি ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’র পোস্টার। স্বয়ং
‘রাধে’ তার ইনস্টাগ্রামের দেয়ালে শেয়ার করেছেন পোস্টারটি। প্রথম ঝলকে সেটি ২০০৯ সালের ‘ওয়ান্টেড’
ছবির ফ্ল্যাশব্যাক বলে মনে হতে পারে।
সালমানের সেই সুঠাম চেহারা, হাতে পিস্তল এবং মুখজুড়ে গাম্ভীর্য। ঘটনাচক্রে ‘রাধে’ও ‘ওয়ান্টেড’র মতোই
অ্যাকশন ঘরানার ছবি। এবারও পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রভুদেবা। পোস্টারটি বেশ মন কেড়েছে
নেটিজেনদের।
‘রাধে’র মুক্তি নিয়ে শুরু থেকেই চলছে দীর্ঘ টানাপোড়েন। ওটিটিতে নয়, প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির আবেদন
জানিয়ে সালমানকে চিঠি লিখেছিলেন চিত্র প্রদর্শকরা। কারণ তাদের দৃঢ় বিশ্বাস, সালমানের ছবির হাত ধরেই
লকডাউনের লোকসানের পর ফের বক্স অফিসের হাল ফিরবে। আগামী ১৩ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে
‘রাধে : ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’।
আব্দুর রশিদ সেলিম সালমান খান হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন
ব্যক্তিত্ব। তিনি মাঝে মাঝে গানও গেয়ে থাকেন। ত্রিশ বছরের অধিক সময়ের কর্মজীবনে তিনি অসংখ্য
পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রযোজক হিসেবে দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও
অভিনয়ের জন্য দুটি ফিল্মফেয়ার পুরস্কার।
সম্মাননা হিসেবেও এই অভিনেতার ঝুলিতে রয়েছে দারুণ সব কীর্তি, ২০০৮ সালের ১৫ জানুয়ারি লন্ডনের মাদাম তুসোর জাদুঘরে চতুর্থ ভারতীয় তারকা হিসেবে সালমান খানের মোমের মূর্তি স্থাপিত হয়। ব্যক্তিগত জীবনে অবিবাহিত থাকলেও এই অভিনেতার প্রেম নিয়ে মুখরোচক গল্পের যেন শেষ নেই,তবে এবার রাধের মাধ্যমে তুমুল জনপ্রিয় বলিউড ভাইজান আসতে চলেছেন নতুন গুঞ্জনে।