বাংলা একাডেমি সূত্রে জানা যায়, চলতি বছরের বইমেলায় মোট ৫২২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বইমেলায় লটারির মাধ্যমে ৩১টি প্যাভিলিয়নসহ ছোটবড় সব মিলিয়ে ৮০৮টি স্টল বরাদ্দ দিয়েছে। স্টলগুলোর মধ্যে ১০৬টি বাংলা একাডেমি প্রাঙ্গণে ও বাকি ৬০২টি প্রতিষ্ঠান সোহরাওয়ার্দী উদ্যানে স্টল বরাদ্দ পেয়েছে।
বিভিন্ন প্রকাশনীর কর্ণধাররা জানান, দেশে করোনা পরিরিস্থিতির কারণে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে। মেলাও শুরু হচ্ছে প্রায় একমাস পর। বইমেলাকে কেন্দ্র করে পাঠক মহলের যে আগ্রহ উদ্দীপনা তা অনেকটা ক্ষীণ হয়ে আসছে। ১৮ মার্চ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও মেলা জমে উঠবে কি-না তা নিয়ে সংশয় প্রকাশ করেছে পাঠক-প্রকাশকদের অনেকেই।