সাকিবের পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার স্থানীয় একটি হাসপাতালে তৃতীয় সন্তানের বাবা হন তিনি। সদ্য ভূমিষ্ঠ সন্তান ও স্ত্রী উম্মে আহমেদ শিশির দুই জনই সুস্থ আছেন।
দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তানের জন্মই হয়েছে যুক্তরাষ্ট্রে। ২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। এরপর গত বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরাম হাসান। আগের দুই সন্তানের মতো তৃতীয় সন্তানও সেখানেই জন্মগ্রহণ করেছে। বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে স্ত্রীর পাশে থাকার জন্য বেশ কিছুদিন আগেই মা’কে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।