দেশে করোনা পরিস্থিতি খারাপ হলে এ বছরের বই মেলা স্থগিত হতে পারে বলে জানিয়েছেন বই মেলা উদযাপন কমিটির সদস্য সচিব জালাল আহমেদ।
মঙ্গলবার (১৬ মার্চ) সকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এ কথা বলেন তিনি।
জালাল আহমেদ জানান, এবারের বই মেলায় ৫৪০ টি প্রতিষ্ঠানকে ৮শ’র বেশি ইউনিট বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ১৮ মার্চ থেকে এ বছরের একুশের বই মেলা শুরু হওয়ার কথা রয়েছে। মেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। করোনা পরিস্থিতির কারণে ফেব্রুয়ারি মাসে বই মেলা শুরু হয়নি।