মঙ্গলবার (১৬ মার্চ) মারা গেছেন ২৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৫৯৭ জনে। আর আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭১৯ জন। আক্রান্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে।
সংক্রমণ বেড়ে যাওয়ায় বেড়েছে হাসপাতালের আইসিইউতে ভর্তির সংখ্যা। দেশে মোট ৫৫৮টি আইসিইউ এর বিপরীতে ভর্তি আছেন ২৭১ জন।
ঢাকার হাসপাতালের উপর চাপ না বাড়িয়ে যে যেখানে আছেন সেখানেই চিকিৎসা নেবার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যারা বিদেশ থেকে দেশে আসছেন, তাদের কোয়ারেন্টিন কঠোরভাবে পালনের নির্দেশনা দেয়া হয়েছে।
টিকা দেয়ার পর বিভিন্ন সমস্যায় অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ স্থগিত করেছে বেশ কয়েকটি দেশ। তবে বাংলাদেশে এরকম কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে আইইডিসিআর।
একই সাথে সর্বসাধারণকে মাস্ক ব্যবহার করে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।