মালদ্বীপের প্রেসিডেন্টের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা, বিকেলে প্যারেড গ্রাউন্ডে বক্তব্য

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যোগ দিতে দুইদিনের সফরে ঢাকায় এসেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মেদ সোলিহ।

দুইদিনের এই সফরে ঢাকায় এসে প্রথমে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। শ্রদ্ধা নিবেদনের সময় তার স্ত্রী ফাজনা আহমেদও ছিলেন।

বুধবার (১৭ মার্চ) সকাল সাড়ে নয়টার পর মালদ্বীপের প্রেসিডেন্ট এ শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধ পরিদর্শন শেষে তিনি একটি বকুল ফুল গাছের চারারোপণ করেন। সাক্ষর করেন পরিদর্শন বইয়ে।

জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী ফাজনা আহমেদ ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্ৰী আব্দুল্লাহ শহীদ ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মন্ত্ৰীসহ মোট ২৭ জন অতিথি রয়েছেন।

মালদ্বীপের প্রেসিডেন্ট আজ বিকেলে ন্যাশনাল প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন এবং সেখানে বক্তব্য দেবেন।

সফরের দ্বিতীয় দিনে ১৮ মার্চ বৃহস্পতিবার সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সন্ধ্যায় রাষ্ট্রপতির আতিথিয়তায় বঙ্গভবনে একটি রাষ্ট্রীয়ভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন এবং রাতে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন ইব্রাহিম সোলিহ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীমালদ্বীপ
Comments (0)
Add Comment