বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের পাশাপাশি এ দিন থেকে শুরু হচ্ছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান।
সম্প্রতি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে এক নাইজেরিয়ান শিল্পী বঙ্গবন্ধুকে নিয়ে গান গেয়েছেন।
বঙ্গবন্ধুকে স্মরণ করে নাইজেরিয়ার পেশাদার কণ্ঠশিল্পী মিসেস প্রিন্সেস বোলা ইজেজি কণ্ঠে তোলেন ‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই’। হাসান মতিউর রহমানের কথায় ও মলয় গাঙ্গুলির সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া বিখ্যাত গানটি বিদেশি এই শিল্পী গেয়ে সবাইকে মুগ্ধ করেছেন।
‘মুজিব বর্ষ’ উপলক্ষে নাইজেরিয়া পোস্টাল সার্ভিস (নাইপোস্ট) একটি স্মারক ডাক টিকেট প্রকাশ করেছে। গত বছর ডাক টিকেটটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোমেনের এবং নাইজেরিয়ার পররাষ্ট্র
মন্ত্রী জেফ্রি ওনেয়ামা ভার্চ্যুয়ালি যৌথভাবে মুক্ত করেন।
জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশব্যাপি পালিত হচ্ছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি বিদেশের মাটিতে অনুষ্ঠিত এই আয়োজন যোগ করেছে ভিন্ন এক মাত্রা।