আজ বুধবার ১৭ মার্চ সকালে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় ১০১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির অনুষ্ঠানমালার সূচনা করা হয়। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর পক্ষে পুস্পস্তবক অর্পন করে আন্তঃবাহিনী অনার গার্ড প্রদান করা হয়।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সারা দেশের সেনানিবাসের প্রধান ফটকে ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হয়েছে। এ দিনে জাতির পিতার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে সেনানিবাসগুলোর সকল মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
সেনাবাহিনীর সকল ইউনিট, প্রতিষ্ঠান এবং সদর দফতরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।