আজ বুধবার ১৭ মার্চ সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উপলক্ষে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার দেন প্রধানমন্ত্রী। তিনি করোনা পরিস্থিতির কারণে সরাসরি উপস্থিত না হতে পেরে দুঃখ প্রকাশ করেন ।
আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের শিক্ষা, খাদ্য সহ সকল অধিকার বাস্তবায়নে কাজ করছে তার সরকার। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং শিশুদের নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছেন তিনি।
তিনি বলেন, তোমরা অন্যায়ের বিরুদ্ধে সচেতন থাকবে, ন্যায় ও সত্যের পথে চলবে সবসময়। তাহলে জীবন সুন্দর হবে। অনেক বড় হতে পারবে। বাবা-মার মুখ উজ্জল করে উন্নত জীবন গড়তে পারবে।
প্রধানমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি ভালো হলেই স্কুল খুলে দেয়া হবে। আবারো সাচ্ছ্যন্দ্য তোমরা স্কুলে যেতে পারবে। ভালোভাবে পড়াশুনা করলেই দেশের মুখ আলোকিত করতে পারবে।