ভারতের পক্ষ থেকে ১০৯ টি অ্যাম্বুলেন্স পাচ্ছে বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর সম্মানে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত সরকার। এর মধ্যে চারটি দেওয়া হবে সিলেট অঞ্চলের জন্য।

আজ বুধবার (১৭ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার (১৬ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাতে গিয়ে এ তথ্য জানান ঢাকায় ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২৬ মার্চ দুই দিনের সফরে ঢাকায় আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মূলত মুজিববর্ষ উদ‌যাপন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যৌথ উদযাপন উপলক্ষে তার এই সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১০৯টি অ্যাম্বুলেন্সের মধ্যে ৪ টি পাবে পররাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগমনকে কেন্দ্র করে দেশে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

উল্লেখ্য, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় বাংলাদেশ সরকারের কাছে অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করা হবে ।

নরেন্দ্র মোদিপ্রধানমন্ত্রী শেখ হা‌সিনাবঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীবাংলাদেশভারত
Comments (0)
Add Comment