আজ বুধবার ১৭ মার্চ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ ও জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনসহ মুক্তিযোদ্ধারা।
জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির জন্য অহংকার। শেখ মুজিবুর রহমান এনে দিয়েছে বাঙালির স্বাধীনতা। আজ মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
এদিকে সকালে নগরীর টাইগার পাসে অবস্থিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা, এম রেজাউল করিম চৌধুরী। পরে সকার ১০ টায় নগরীর জিমনেসিয়াম মাঠে সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাঙালির অধিকার আদায়ে লড়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এছাড়াও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়।