আজ বৃহস্পতিবার ১৮ মার্চ ভোর পাঁচটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
আওয়ামীলীগ নেতা নাজিম জানান, চসিক নির্বাচনের আগেও অসুস্থ ছিলেন এই কাউন্সিলর । মাথায় একটি টিউমার অপারেশন হয় তাঁর । মেরুদণ্ডের সমস্যা সহ শারীরিক বিভিন্ন অসুস্থতায় তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন।
কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
অন্য এক বার্তায় শোক প্রকাশ করেছেন চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এবং সাবেক প্রশাসক ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন, তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এই গুণী মানুষটির মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে মরদেহ চকবাজার জয়নগরের বাড়িতে আনা হবে। এশার নামাজের পর প্যারেড কর্নারে জানাজা হবে।