ঢাকায় এলো ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ

ঢাকায় এলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ। গত মঙ্গলবার (১৬ মার্চ) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ (বৃহস্পতিবার) বিকেলে সিঙ্গাপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

তার পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকা ও তার গ্রামের বাড়ি নোয়াখালী কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। মওদুদ আহমেদ ওসিয়ত করে গিয়েছিলেন তার বাবা-মায়ের কবরের পাশেই তাকে যেন কবরস্থ করা হয়।

 

বিএনপিব্যারিস্টার মওদুদ আহমদ
Comments (0)
Add Comment