সম্প্রতি দেশের পাহাড়ি অঞ্চল বান্দরবানে সাঙ্গু নদীর তীরে বাড়ছে বাদামের চাষ। মাটি উর্বর হওয়ায় খরচও কম। বান্দরবানের সাংগু নদীর তীরজুড়ে এখন বাদাম তোলার ব্যস্ততা। এবছর নদী তীরবর্তী বালাঘাট, ভরাখালী এবং ক্যামলংসহ বিভিন্ন এলাকায় বিস্তীর্ণ জমিতে হয়েছে বাদামের আবাদ। এখানকার মাটি উর্বর হওয়ায় দিতে হয় না কোন অতিরিক্ত সার কিংবা কীটনাশক। ফলে বীজ রোপনের পর তিনমাসের মধ্যেই হয় ফলন।
দেশে ধানের পরিবর্তে মানুষ অন্যান্য ফল ও ফুলের চাষ করে যাচ্ছে। করছে বাদামসহ বিভিন্ন প্রজাতির সবজির চাষ। এবছর বান্দরবানে বাদামের আবাদ হয়েছে ১ হাজার ১শ ৩৫ হেক্টর জমিতে। গেল বছর ১ হাজার ৪৩ হেক্টর জমিতে বাদাম উৎপাদন হয় ২ হাজার ৪শ মেট্রিক টনের বেশি। কৃষকরা আশা করছে বাজারে তারা নায্যমূল্য পেলে সামনে আরো বড়ো পরিসরে এ চাষ করতে পারবে।