নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার প্রতিনিধিদলের সদস্যদের আনুষ্ঠানিক বৈঠক আজ ২০ মার্চ (শনিবার) শুরু হয়েছে।
উল্লেখ্য, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে আজ সকাল পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। এসময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কিছুক্ষণের জন্য তারা একান্তে বৈঠক করেন। এরপর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে নিজ নিজ দেশের পক্ষে প্রতিনিধিদের নেতৃত্ব দিচ্ছেন।
এর আগে রাজাপক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সকাল ১০টায়।
পরে তিনি জাদুঘর ঘুরে দেখেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় জাতির পিতার ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন।
জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে রাজাপক্ষে শুক্রবার সকালে দুই দিনের সফরে ঢাকা পৌঁছেন।