আন্তর্জাতিক ডেস্ক : টানা পঞ্চম দিনের মতো বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মূলত যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বৃদ্ধির তথ্য প্রকাশের পর পরই আরো এক দফা দাম কমল জ্বালানি পণ্যটির দাম।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অন্যতম সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র। ফলে দেশটির উত্তোলন, মজুদ ও সরবরাহ হ্রাস-বৃদ্ধির ওপর দাম ওঠা-নামা করে।
একই কারণে ১৮ মার্চ ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ১ শতাংশ বা ৭৪ সেন্ট কমেছে। ফলে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৬৭ ডলার ২৬ সেন্ট। এর আগে বুধবার ব্রেন্টের দাম দশমিক ৬ শতাংশ কমে।
অন্যদিকে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম সর্বশেষ ৬৫ সেন্ট বা ১ শতাংশ কমে প্রতি ব্যারেলের মূল্য দাঁড়িয়েছে ৬৩ ডলার ৯৫ সেন্ট, যেখানে আগের সেশনে ব্যারেলপ্রতি দাম কমেছিল দশমিক ৩ শতাংশ। দুটি ক্ষেত্রেই গত পাঁচদিনে জ্বালানি পণ্যটির দাম কমেছে ৩ শতাংশ।
যুক্তরাষ্ট্র সরকারের তথ্য বলছে, অতিরিক্ত ঠাণ্ডা আবহাওয়ার কারণে টানা কয়েক দিন দক্ষিণাঞ্চলের পরিশোধনাগারগুলো বন্ধ রয়েছে।
ফলে সপ্তাহব্যাপী দেশটির অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বেড়েই চলেছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি পণ্যটির দাম কমতে শুরু করেছে।
মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) বুধবারের তথ্য বলছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ বেড়েছে ২৪ লাখ ব্যারেল।
এর আগে মঙ্গলবার আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউট (এপিআই) মজুদ ১০ লাখ ব্যারেলের কথা জানায়। অন্যদিকে অপরিশোধিত জ্বালানি তেলের এমন পরিস্থিতির ফলে পেট্রল ও ডিজেলের মজুদও ক্রমান্বয়ে বেড়েই চলছে।